ব্যুরো নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৫ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রেকর্ড সংখ্যক দুর্গাপুজোর উদ্বোধনের কর্মসূচি নিয়েছেন, যা দেবীপক্ষের আগেই শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর, মহালয়ার আগেই তিনি কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানান, তিনি পুজোর নয়, বরং প্যান্ডেলের উদ্বোধন করছেন। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে তোপ
পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীকে হিজাব পরে থাকতে দেখা যায়, যা নিয়ে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেন। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “একটু আগেই অতিন ঘোষের একটি পুজো উদ্বোধনে গিয়েছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে হিজাব পরে বার্তা দিয়েছেন।” শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিজাব পরে পুজো উদ্বোধন করে ‘সনাতনী হিন্দু আত্মা এবং হিন্দু রীতিনীতি’তে আঘাত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ‘প্রো-মুসলিম’ হওয়ার বার্তা দিচ্ছেন, কারণ ‘হিন্দুরা বিভক্ত’ এবং মুখ্যমন্ত্রীর হিজাবের ন্যায় মাথা ঢাকা কে অনুকরণ করেন।
Durga Puja : অকাল বোধন: কেন শরৎকালে পালিত হয় দুর্গা পূজা?
সাংবাদিকরা বৃষ্টির কারণে এমন পোশাক পরা হয়েছিল কিনা, এই প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, “বৃষ্টি থেকে বাঁচার জন্য হিজাব পরার দরকার হয় না। নিজের হাতে জনসাধারণের মতো ছাতা ধরলেও হয়।”
মহালয়াতেও উদ্বোধন, ৩০০০ পুজোর লক্ষ্য
মমতা বন্দ্যোপাধ্যায় দেবীপক্ষের আগেই পুজো উদ্বোধন শুরু করেন এবং মহালয়ার দিনেও তাঁর একাধিক পুজো উদ্বোধনের কর্মসূচি ছিল। এই দিন তিনি বাবুবাগান, সেলিমপুর পল্লী সহ একাধিক পুজো উদ্বোধন করেন। চেতলা অগ্রণী ক্লাবের পুজোয় গিয়ে তিনি প্রতিমার চোখ আঁকেন, যা একসময় নাকতলা উদয়ন সংঘের পুজোয় করতেন, যখন সেটির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত ছিল।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, এবার প্রায় ৩০০০ পুজো উদ্বোধনের কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী শুক্রবার চতুর্থীর মধ্যে তিনি সব পুজো উদ্বোধন করবেন বলে শোনা যাচ্ছে। জেলার পুজো তিনি অনলাইনে উদ্বোধন করবেন।