ব্যুরো নিউজ, ১ জুলাই: এবার শোকজ করা হল চোপড়া থানার আইসিকে। আজ দুপুরে পশ্চিমবঙ্গ পুলিশের নিজস্ত এক্স হ্যান্ডলের পেজ থেকে পোস্ট করে এমনটাই জানানো হয়েছে। রথযাত্রা উপলক্ষে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রাজ্য পুলিশের সেই পোস্টে বলা হয়েছে, পুলিশ ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে। এ বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয়েছে এবং তার তদন্ত চলছে। ভিকটিমকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। ঘটনায় আইসি চোপড়াকে শোকজ করা হয়েছে। https://x.com/WBPolice/status/1807696315351994526?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807696318225060252%7Ctwgr%5Eef4856aafb65620222f2aa28c12547858daa9f00%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Futtar-dinajpur%2Fwest-bengal-police-posts-in-social-platform-ic-of-chopra-police-station-has-been-show-caused-over-the-incident-1087881.html এছাড়াও একইসঙ্গে রাজ্য পুলিশ জানায়, উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায় মহিলাকে প্রকাশ্যে মারধরের অভিযোগের ঘটনায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে। কিছু মহল বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চালাচ্ছে।
চোপড়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করে সোমবার ইসলামপুর আদালতে পেশ করে পুলিশ। আদালতে অভিযুক্তের ১০ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।