ব্যুরো নিউজ ২৯শে আগস্ট ২০২৫ : মালদা কলেজে বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল, যখন বিশ্বখ্যাত ১২ বছর বয়সী বিস্ময় বালক অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি কলেজে বক্তৃতা দিতে এলেন। তার অসাধারণ মেধা ও জ্ঞানের গভীরতায় মুগ্ধ হলেন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবিদ। এই খুদে অধ্যাপকের ভূমিকা সত্যি কৌতূহলের সঞ্চার ঘটায়
সুবর্ণ আইজ্যাক বারির বক্তৃতা
নিউ ইয়র্ক-ভিত্তিক এই বাঙালি বংশোদ্ভূত প্রতিভা মালদা কলেজের অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান ও গণিতের মতো জটিল বিষয়গুলো সহজ ও আকর্ষণীয় ভাষায় ব্যাখ্যা করে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেন। তার দুই ঘণ্টার বক্তৃতা উপস্থিত সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখে। পরে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন।
‘প্রফেসর বারি, দ্য চাইল্ড প্রডিজি’
“প্রফেসর বারি, দ্য চাইল্ড প্রডিজি” নামেই তিনি বেশি পরিচিত। সুবর্ণ খুব অল্প বয়সেই উন্নত বৈজ্ঞানিক তত্ত্বগুলির উপর তার ব্যতিক্রমী জ্ঞানের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেন। তার অসাধারণ কৃতিত্বের জন্য তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের সম্মান দেওয়া হয়েছে। তিনি সারা বিশ্বে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছেন।
মালদা কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া
মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানস কুমার বৈদ্য বলেন, “এই দিনটি মালদা কলেজের শিক্ষাজীবনে এক উজ্জ্বল মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন যে, অধ্যাপক বারির এই সফর জেলার তরুণ শিক্ষার্থীদের মনে এক গভীর প্রভাব ফেলেছে। কলেজ কর্তৃপক্ষ এনসিসি এবং এনএসএস ইউনিটকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান। শিক্ষার্থীরা এই অনুষ্ঠানকে তাদের জীবনে একবারই পাওয়া একটি সুযোগ বলে মনে করছে, যা তাদের বড় স্বপ্ন দেখতে এবং উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে উৎসাহিত করবে।