chhattisgarh-operation-maoists

ব্যুরো নিউজ ৫ সেপ্টেম্বর: ছত্তীসগড়ের জঙ্গলে সেনার গত শুক্রবারের অভিযানে ৩৬ জন মাওবাদী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লক্ষ্য ছিল ২০২৬ সালের মধ্যে ভারতকে মাও মুক্ত করা। তার এই ঘোষণা করার পর থেকেই মাওবাদী সমস্যা সমাধানের লক্ষ্যে সেনা একাধিক অভিযান চালাচ্ছে।

দুর্গাপুজোয় নিরাপত্তার বিশেষ ব্যবস্থাঃ শিশুদের জন্য থাকবে আইডি ব্যাজ

আর কি কি উদ্ধার হয়েছে ?

গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার ছত্তীসগড়ের দান্তেওয়াড়া ও নারায়ণপুর সীমান্তে সেনা সাঁড়াশি অভিযানে নামে। দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে সেনা ও মাওবাদীদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটে। সেনা সূত্রে খবর, অভিযানে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে একে ৪৭ রাইফেল, একটি এসএলআর এবং বিপুল পরিমাণ বিস্ফোরক।অভিযানে অংশ নেওয়া সেনারা জানান, দান্তেওয়াড়া সীমান্তের জঙ্গলে চারিদিক থেকে ঘিরে অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলতে থাকে। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি মাওবাদীদের হামলার পরিকল্পনার অংশ ছিল।

চাপ বাড়ছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারে বিনীতের ওপর

অমিত শাহের নির্দেশনায় ২০২৬ সালের মধ্যে ভারতকে মাও মুক্ত করার লক্ষ্যে সেনা ইতিমধ্যে ১৬৪ জন মাওবাদীকে খতম করেছে। এই অভিযানগুলি মাওবাদী উপদ্রুত রাজ্যগুলোতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর