ছট পুজোয়

ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :উত্তর ভারতের অন্যতম বড় উৎসব ছট। যা এবার ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই মহাপর্বে ভক্তরা সূর্যের আরাধনা করেন এবং কঠোর নিয়ম মেনে চলেন। ছট উৎসবে পবিত্রতার গুরুত্ব অপরিসীম, তাই এটি পালনে নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। এই চারদিনের পুজোতে কিছু বিশেষ নিয়ম রয়েছে। যা না মানলে পুজো ব্যর্থ হতে পারে এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সূর্য ও বুধের সম্মিলন এই ৪টি রাশির সুখকর রাজযোগের আগমন ঘটতে চলেছে?

জেনে নিন পবিত্রতার নিয়ম

এ বছর ছট উৎসবের সূচনা হবে ৫ নভেম্বর ‘নাহায় খায়’-এর মাধ্যমে। এরপর ৬ নভেম্বর ‘খরনা’, ৭ নভেম্বর সন্ধ্যা অর্ঘ্য এবং ৮ নভেম্বর উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। এই চারদিনে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হয়।বিশেষ করে পবিত্রতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই ছট পুজোর সময় কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়—

১) ছট উৎসবের এই সময়ে চুল এবং নখ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও শেভিং করাও উচিত নয়, কারণ এটি পবিত্রতাকে ব্যাহত করতে পারে বলে মনে করা হয়।

ওজন কমাতে চান? ভুলেও ঘুমোনোর সময় এই কাজগুলি করবেন না!

২) যারা ছট উপবাস পালন করেন বা যাদের বাড়িতে কেউ উপবাসে থাকেন, তাদের ছটের সময় মাংস, মাছ বা তামসিক খাবার থেকে দূরে থাকা উচিত। এই ধরনের খাবার পুজোর পবিত্র পরিবেশকে ব্যাহত করতে পারে।

৩) ব্রত পালনকারীকে ছট উৎসবের সময় বিছানায় না শুয়ে মাটিতে শোওয়ার নিয়ম পালন করতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলে ব্রত নষ্ট হতে পারে বলে বিশ্বাস।

৪) ছটের সময়ে একবার ব্যবহৃত পোশাক পুনরায় না ধুয়ে পরা যাবে না। নতুন বা ধোয়া পোশাক পরে পুজোয় অংশ নিতে হবে। এটি পবিত্রতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোবর্ধন পুজোয় ত্রিপুষ্কর ও শশ যোগে সমৃদ্ধি ও সাফল্য লাভের সম্ভাবনা এই ৪ রাশির

৫) ব্রত পালনকারীদের গ্যাসে রান্না করা খাবার খাওয়া উচিত নয়। ঐতিহ্য অনুযায়ী, ছটের খাবার মাটির উনুনে রান্না করে উৎসর্গ করা হয়। মাটির উনুনে রান্না করলে তা পবিত্র এবং ঐতিহ্যবাহী বলে মনে করা হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর