ভারতকে সতর্ক থাকতে হবে বিধ্বংসী মেজাজে ফাইনালে নিউজিল্যান্ড

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ, নিউজিল্যান্ড যেভাবে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে, তাতে রোহিত শর্মাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের স্মৃতি এখনো তাজা, তাই প্রতিশোধের আগুন নিয়ে ফাইনালে ঝাঁপাবে কিউইরা

একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম স্বীকার করলেন ব্যর্থতার দায়

নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৬২ রান করে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে অস্ট্রেলিয়া ৩৫৬ রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথমদিকে উইল ইয়ং (২১) দ্রুত আউট হলেও, দলের হাল ধরেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। দু’জনে মিলে ১৬৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ জুটি। আগের রেকর্ড ছিল পল কলিংউড ও ওয়াইস শাহের ১৬৩ রানের জুটি (২০০৯)

✔️ রাচিন রবীন্দ্র: ১০১ বলে ১০৮ রান (১৩টি চার, ১টি ছক্কা)
✔️ কেন উইলিয়ামসন: ৯৪ বলে ১০২ রান (১০টি চার, ২টি ছক্কা)
✔️ ড্যারিল মিচেল: ৩৭ বলে ৪৯ রান
✔️ গ্লেন ফিলিপস: ২৭ বলে ৪৯ রান (নট আউট)

এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে কিউয়িরা প্রোটিয়াদের সামনে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লড়াই, কিন্তু যথেষ্ট হয়নি

প্রোটিয়ারা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২০ রানের মাথায় রায়ান রিকেলটনের উইকেট হারায়। তবে তেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার দাসেন মিলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন

✔️ বাভুমা: ৭১ বলে ৫৬ রান
✔️ ভ্যান ডার দাসেন: ৬৬ বলে ৬৯ রান

কিন্তু দু’জন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধসে পড়ে। এডেন মার্করাম (৩১) ও অন্যান্য ব্যাটাররা টিকতে পারেননি। একমাত্র ডেভিড মিলার একা লড়াই চালিয়ে শতরান করেন (৬৭ বলে অপরাজিত ১০০), কিন্তু জয় আনতে পারেননি।

✔️ দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান
✔️ নিউজিল্যান্ড জয় পায় ৫০ রানে

সেমিফাইনালের নায়ক বিরাট কোহলি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি, রোহিত পিছিয়ে

নিউজিল্যান্ডের বোলিং নায়করা

🏏 মিচেল স্যান্টনার: ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট
🏏 ম্যাট হেনরি: ২ উইকেট
🏏 গ্লেন ফিলিপস: ২ উইকেট
🏏 রাচিন রবীন্দ্র: ১ উইকেট

নিউজিল্যান্ডের এই বিধ্বংসী পারফরম্যান্স দেখে ভারতকে ফাইনালে সতর্ক থাকতে হবে। রোহিতদের ভুল করলে সেটার ফায়দা তুলতে এক মুহূর্ত দেরি করবে না কিউইরা। এখন দেখার, ফাইনালে কে হাসবে শেষ হাসি!

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর