আর জি কর মামলায় বিচারপতি এক হাত নিলেন সিবিআই কে "গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?"

ব্যুরো নিউজ,২৪ মার্চ : এটি কি গণধর্ষণের ঘটনা নাকি একক ধর্ষণের ঘটনা? মামলার শুনানির শুরুতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই-এর কাছে জানতে চান,আর জি কর মামলায় হাইকোর্টে সিবিআইকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হল। বিচারপতি আরও প্রশ্ন করেন, “গণধর্ষণ হলে সন্দেহভাজনরা কারা?” সিবিআই তাদের তদন্তের বিষয়ে সঠিক তথ্য দিতে পারছিল না, যা আদালতের মনে ক্ষোভের সৃষ্টি করে। বিচারপতি বলেন, “আমরা শুধু রিপোর্ট চাইছি না, কেস ডায়েরি চাইছি।” সিবিআইকে আদালত নির্দেশ দেন, যেন তারা এই মামলার পরবর্তী অবস্থা দ্রুত জানায়।

২৮ মার্চ পরবর্তী শুনানি হবে

বিজেপি নেতাদের বাড়ির দেওয়ালে থাকা ছবিগুলি যে প্রশ্নের জন্ম দেয়

বিচারপতি আরও বলেন, “যেহেতু এক ব্যক্তির সাজা হয়েছে, তাহলে এই ঘটনায় কী কী ধারায় চার্জ গঠন করা হয়েছে? এই সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত, নাকি অন্য কেউও জড়িত?” রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কোনও আপত্তি নেই, তবে আদালত কীভাবে ট্রায়াল শেষে আবার তদন্তের নির্দেশ দিতে পারে? এর আগে তো ট্রায়াল কোর্টে কোনও আবেদন জানানো হয়নি।”এদিকে রাজ্য সরকারও প্রশ্ন তুলেছে, “এক বছর ধরে সিবিআই কী কাজ করছে? জনগণ জানতে চায়। আমরা চাই, পনের দিনের মধ্যে তদন্ত শেষ করুন। বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে?” এই প্রশ্নের উত্তরে সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “আমাদের কিছুটা সময় দেওয়া হোক।” কিন্তু বিচারপতি তখন প্রশ্ন করেন, “যদি সব অফিসার প্রস্তুত থাকে, তাহলে সমস্যা কোথায়?”

মহাকাশে লেটুস চাষ, সুনিতা উইলিয়ামসের যুগান্তকারী গবেষণা

এদিন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে আবেদন জানান, “পরবর্তী তদন্ত যেন আদালতের নজরদারিতে হয়। SIT গঠন করা হোক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দিয়ে।” তিলোত্তমার পরিবার দাবি করেছে, এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং সিবিআই পুরোপুরি তদন্ত করছে না। পরিবারের দাবি, এখনও নিরাপত্তারক্ষী ও নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আদালত যাতে সিবিআই থেকে স্ট্যাটাস রিপোর্ট চায়, সেই আবেদন জানানো হয়।

তেলেঙ্গানা বাজেট ২০২৫: হায়দ্রাবাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বাড়তি বরাদ্দ

আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানি হবে, যেখানে এই মামলার তদন্তের পরবর্তী পরিস্থিতি জানানো হবে। তিলোত্তমার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে যে, একমাত্র একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় এবং আরও অনেকেই এতে জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, সিবিআই তদন্তে প্রকৃত দোষীদের আড়াল করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর