
স্টাইল নাকি ফাঁদ? দাড়ির মধ্যে লুকিয়ে ছত্রাকের সাম্রাজ্য!
ব্যুরো নিউজ, ২ এপ্রিলঃ দাড়ি রাখার শখ অনেকেরই থাকে, কিন্তু সেই দাড়ির সঠিক যত্ন না নিলে নানা সমস্যা দেখা দিতে পারে। দাড়ি কামানোর পর চুলকানি, লালচে র্যাশ, ব্রণ, এমনকি খুশকির সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় দাড়ির নিচের ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে আঁশের মতো ছাল উঠতে শুরু করে। এর প্রধান কারণ হতে পারে ছত্রাকের সংক্রমণ।দাড়ির যত্নের অভাবের কারণে