
Dharmendra Deol : বলিউড “হি-ম্যান” ধর্মেন্দ্রর জীবনাবসান: শোকস্তব্ধ বিকানের, প্রয়াত প্রাক্তন সাংসদ।
ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৫ : ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা এবং বিকানের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র সোমবার পরলোক গমন করলেন। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড এবং তাঁর নির্বাচনী ক্ষেত্র রাজস্থানের বিকানেরে। রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে এবং মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবারটি বিকানেরের মানুষের জন্য শোকের কারণ, কারণ দুই




























