
মিউনিখ বিশ্বকাপে ভারতের শুটিংয়ে অপ্রতিরোধ্য উত্থান ২০২৫-এও
ব্যুরো নিউজ ১৭ জুন : আন্তর্জাতিক রাইফেল ও পিস্তল শ্যুটিংয়ের জগতে অন্যতম সেরা এবং জনপ্রিয় ইভেন্ট হিসেবে বিবেচিত ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) বিশ্বকাপ (রাইফেল/পিস্তল) মিউনিখ ২০২৫-এ ভারত তাদের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে তৃতীয় স্থানে শেষ করেছে। ধারাবাহিক ফাইনালে উপস্থিতি এবং দুটি অসাধারণ স্বর্ণপদক জেতার মধ্য দিয়ে ভারত এই সম্মানজনক স্থান অর্জন করেছে। মিউনিখ বিশ্বকাপের ফলাফল ও ভারতের পারফরম্যান্স ৮