
শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা শুরু , Ax-4 মিশনের ISS-এ ঐতিহাসিক উড়ান
ব্যুরো নিউজ ২৫ জুন : ভারতের মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ (২৫শে জুন, ২০২৫) এক নতুন ইতিহাস তৈরি করলেন। তিনি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিওম-৪ (Ax-4) মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে যাত্রা করেছেন। কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাডে প্রথমে মহাকাশচারীদের দলকে আনা হয়। শুভাংশু চার সদস্যের দলের অংশ। এর আগে, অ্যাক্সিওম-৪ মিশন বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল।