
BRICS : ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর পহেলগাঁও প্রসঙ্গ, সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ পদক্ষেপের ডাক ।
ব্যুরো নিউজ ০৭ জুলাই ২০২৫ : ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। রবিবার এই সম্মেলনে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে তিনি কড়া বার্তা দেন এবং বিশ্বজুড়ে সন্ত্রাস দমনে ব্রিকস দেশগুলিকে একটি স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সাথে তিনি বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।