
মথুরার ধর্মীয় পর্যটনে নতুন মাত্রা: ৭টি ঐতিহ্যবাহী তোরণ উন্মোচন!
ব্যুরো নিউজ ২০ জুন : ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমি মথুরাকে ‘মথুরা ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় ব্যাপক সৌন্দর্যবর্ধন ও পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। মথুরা-বৃন্দাবন উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে, যার মধ্যে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে কেশব বাটিকার আধুনিকীকরণ, গোকুলে যমুনা ব্যারেজের কাছে বাসুদেব বাটিকা নির্মাণ এবং মথুরা জুড়ে সাতটি বিশাল প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে। এই উদ্যোগগুলিকে বাস্তবায়িত করতে প্রায় ৬২ কোটি টাকা বরাদ্দ