
গুজরাটে আদানির লগ্নি ২ লক্ষ কোটি টাকা
ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: গুজরাতে আদানির লগ্নি ২ লক্ষ কোটি টাকা মোদী- শাহের রাজ্য গুজরাটে আবারও লগ্নি আসছে নতুন করে। সেখানে পরিবেশবান্ধব শক্তি ও অপ্রচলিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে গৌতম আদানির গোষ্ঠী। Polycab ইন্ডিয়ার শেয়ার মূল্য কমলো ২২ শতাংশ গত বুধবার সেই রাজ্যে ‘ভাইব্রান্ট গুজরাট’- এর সম্মেলনে ওই কথা জানিয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।