
পরীক্ষার হলে মাথা-ঢাকা পোশাক নয়! নয়া নির্দেশিকা কর্নাটকে
ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর: পরীক্ষার হলে মাথা-ঢাকা পোশাক নয়! নয়া নির্দেশিকা কর্নাটকে এবার পরীক্ষার হলে পোশাকের ক্ষেত্রে নয়া নির্দেশিকা দিল কর্নাটক সরকার। মাথায় ঢাকা থাকে, এমন কোনও পোশাক পরা যাবে না। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যাতে কেউ অসৎ পথ অবলম্বন করতে না পারে, সেই উদ্দেশে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ওয়াংখেড়ে শাপমুক্তি| সেমি ফাইনালে বড় চ্যালেঞ্জ ভারতের হিজাব বিতর্কে শিরোনামে উঠে এসেছিল কর্নাটক। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার পরীক্ষার হলে পোশাকের



























