
পুরীর মন্দিরে পোশাক বিধি | না মানলে জরিমানা
ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: পুরীর মন্দিরে পোশাক বিধি | না মানলে জরিমানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল ২০২৩-এই। এবার সেই নির্দেশিকা মেনে নতুন বছরের প্রথম দিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে জারি হল পোশাক বিধি। এই নির্দেশিকা লঙ্ঘন করলে আর্থিক জরিমানা করা হবে বলেও জানিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে, এদিন থেকেই এসি করিডরের মাধ্যমে ভক্তদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করানো শুরু হল। প্রতি