
১০ জনে খেলেও জামশেদপুরের দাপট! আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ!
ব্যুরো নিউজ,৩১ মার্চ: নর্থইস্ট ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের রাত! মুহূর্মুহূ গোলের সুযোগ নষ্ট করল তারা, আর সেই সুযোগেই দুর্দান্ত ডিফেন্সের জোরে ১০ জনে খেলেও ২-০ গোলে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। এই জয়ে সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হবে জামশেদপুর।অক্টোবরে এই জামশেদপুরকেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল নর্থইস্ট। ফেব্রুয়ারিতেও তাদের মাঠে গিয়ে ২-০ গোলে জিতেছিল তারা। তাই এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল নর্থইস্ট ইউনাইটেড।