
৩৬০ দিন পর সামির চার উইকেট
ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :টানা ৩৬০ দিন চিকিৎসা এবং তারপর মাঠে নেমে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হয়ে রঞ্জিত ট্রফিতে প্রথম দিনে উইকেট পাননি মহাম্মদ সামি। চলতি অস্ট্রেলিয়ার সফরে বুমরা সঙ্গে সামি মত পেশার প্রয়োজন হলেও অসুস্থতার কারণে সামি ছিলেন মাঠের বাইরে। বুধবার বাংলার বিরুদ্ধে ম্যাচের দশ ওভার বল করেও উইকেট পাননি সামি। তবে বৃহস্পতিবার ১৯ সবার বল করে চার উইকেট নিলেন মহাম্মদ





























