
ইতিহাসে প্রথম! কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সরে দাঁড়ালেন জনস্বার্থ মামলার শুনানি থেকে
ব্যুরো নিউজ ,২ মে: কলকাতা হাই কোর্টে ঘটল এক নজিরবিহীন ঘটনা।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে চাঞ্চল্য আইনজীবী মহলে পহেলগাঁও কাণ্ডে হাফিজ সইদের নাম জড়াল! লাহৌরে নিরাপত্তা চাদরে মোড়া লশকর প্রধানের ঘর হাই কোর্ট সূত্রে খবর, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলাই তাঁর বেঞ্চে শুনানি হবে