amit

 

সিএএ প্রত্যাহার করা হবে না, হুঁশিয়ারি অমিত শাহর
সিএএ ইস্যুতে কেন্দ্রের কড়া বার্তা

ব্যুরো রিপোর্ট, ১৫ মার্চ, শর্মিলা চন্দ্র: ২০১৯-এ সিএএ বিল পাশ হয়েছিল। যদিও করোনার কারণে কার্যকর করা যায়নি। চলতি বছরের ১১ মার্চ সিএএ কার্যকর করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যদিও বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর তীব্র বিরোধিতা করেন। বাংলা সহ কেরল, তামিলনাড়ুর তরফেও বলা হয়, সে রাজ্যে সিএএ কোনওভাবেই মানা হবে না। অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন আর প্রত্যাহার করা হবে না। কোনও রাজ্য এই আইন আটকাতে পারবে না বলে এবার সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রণে ভঙ্গ ভাই বাবুনের! যতদিন দিদি ততদিন আমি

গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো, টিকিটের লাইন সামাল দিতে নাজেহাল মেট্রো কর্তৃপক্ষ

সিএএ ইস্যুতে কেন্দ্রের কড়া বার্তা

এ বিষয়ে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু কোনওভাবেই সিএএ রুখতে পারবে না। এতে রাজ্যের কোনও অধিকার নেই। সবটা কেন্দ্রের উপর নির্ভর করছে।অন্যদিকে, সিএএ লাগু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে বলেন, ক্যা-র সঙ্গে এনআরসি সংযুক্ত। এ বিষয়ে অমিত শাহর বক্তব্য, সিএএ এর সঙ্গে এনআরসির কোনও যোগ নেই। মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না। হাতজোড় করে বলছি সিএএ নিয়ে রাজনীতি করবেন না। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে। সিএএ-র বিরোধিতা না করে, অনুপ্রবেশ বন্ধ করুন। বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। এরপরই অনুপ্রবেশ বন্ধ করবে। পাশাপাশি তিনি আরও জানান, সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন কার্যকর করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী সিএএ-এত বিরোধিতা করলেও কেন্দ্র যে তা মানতে নারাজ তা স্পষ্ট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর