ব্যুরো নিউজ ১১ নভেম্বর ২০২৫ : গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া ভোটার তালিকা নিবিড় সংশোধনের (SIR) কাজ নিয়ে বিতর্ক ও আইনি জটিলতা ক্রমেই বাড়ছে। একদিকে SIR প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, অন্যদিকে এবার কলকাতা হাইকোর্টে সিএএ (CAA)-তে আবেদনকারীরা যাতে সংশোধিত তালিকায় নাম তুলতে পারে, সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
সিএএ-র রসিদকে স্বীকৃতি দেবার দাবি
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়। তাঁদের প্রধান দাবি: ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করবার রসিদকে যেন SIR প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
আবেদনকারীদের পক্ষে আদালতে দাবি করা হয় যে, এই রসিদগুলি SIR-এ গ্রহণযোগ্যতা না পেলে বহু আবেদনকারী নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আগামী সোমবার হবার সম্ভাবনা আছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের মামলা স্থগিত
উল্লেখ্য, জাতীয় স্তরে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় এবং শুনানির জন্য দিন ধার্য হওয়ায়, দেশের সমস্ত হাইকোর্টকে SIR-ভিত্তিক কোনো মামলা না এগোনোর জন্য নির্দেশ দিয়েছে। ফলে এই নতুন জনস্বার্থ মামলার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত।
Bihar : বিহার নির্বাচন এক্সিট পোল: বিহারে এনডিএ-র বড় জয়ের আভাস, মহাজোটের প্রত্যাখ্যানে বিতর্ক।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ
অন্যদিকে, এই SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁহার বক্তব্য:
- বিভ্রাট ও অপপ্রচার: শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “এসআইআর-এর নামে বিভ্রাট, অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।” তাঁহার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা মানুষ দেখছে—তিনি কলকাতায় এক কথা বলেন এবং বিমানবন্দরে দাঁড়িয়ে পাল্টে দেন।
- অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ করেন, “এসআইআর মিটিংয়ে তারা অংশ নিল। বাংলাদেশি অবৈধ মুসলিমদের ঢোকাবার চেষ্টা করলো। কিন্তু সেটা হবে না। ছক বানচাল।”
- বিএলও-দের প্রশংসা ও টিএমসি-র ভূমিকা: শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল প্রথমে SIR-এর বিরোধিতা করলেও তারাই কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাঁহার দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি যেখানে ৩৩৮টি বিএলএ ১ ও ৩৯,১৪২টি বিএলএ ২ দিয়েছে, সেখানে তৃণমূল ১৬৩টি বিএলএ ১ ও ৩৮,৯৩৪টি বিএলএ ২ দিয়েছে। তিনি বিএলও গৌতম বাবুকে ধন্যবাদ জানান, যিনি মুখ্যমন্ত্রীর বাড়িতেও কর্তব্য পালনে মেরুদণ্ড সোজা রেখেছিলেন।
- হাইকোর্টে যাবার হুঁশিয়ারি: বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন, কারণ তারা মৃত ভোটারের তথ্য সংগ্রহে শ্মশান ও কবরস্থানের তথ্যও ব্যবহার করছে। তিনি দাবি করেন, ডবল এন্ট্রি রুখতে এআই (AI) ফর্মুলা ব্যবহার করে ফটো স্ক্যান করতে হবে। কলকাতা পুরসভার ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে তিনি আরটিআই (RTI) করেছেন এবং তথ্য না পেলে তথ্য কমিশনার বা হাইকোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন।
- মতুয়া আন্দোলন ও বামেদের সমালোচনা: শুভেন্দু অধিকারী মতুয়া অনশন নিয়ে বামেদেরও একহাত নিয়েছেন। তাঁহার মতে, সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকারদের মূল লক্ষ্য হলো হিন্দু ভোট ভাগ করা, কারণ তাঁরা কোনো মুসলিম আন্দোলনে যান না।



















