রাজীব ঘোষ, ২০ সেপ্টেম্বর: টাটার এক ঝটকায় পিছনে এলআইসি | আইপিও মার্কেটে সেরা টাটা
দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এবার জোর টক্করের মুখে পড়তে চলেছে। তাদের এখনও পর্যন্ত যে শিরোপা রয়েছে তা ছিনিয়ে নিতে পারে টাটা গ্রুপ (TATA Group) এমনটাই জানা যাচ্ছে। তার মূল কারণ হলো, এখনও পর্যন্ত দেশের আইপিও (IPO Market) বাজারে সবচেয়ে বড় আইপিও রয়েছে এলআইসির নামে। আর সেখানেই টেক্কা দিতে চলেছে টাটা গ্রুপ। তারা এই মুহূর্তে বৃহত্তম আইপিও চালু করে নতুন রেকর্ড তৈরি করতে পারে এবং এলআইসির কাছ থেকে এরা বড় আইপিও থাকার শিরোপা ছিনিয়ে নিতে পারে।
ফ্যাশন বাজার দখলে আনতে মেড ইন ইন্ডিয়া প্রোগ্রাম Myntra-র
২০০৪ সালে যখন আইটি কোম্পানি টিসিএস (TCS) বাজারে এসেছিল, তখন সর্বশেষ আইপিও চালু হয়েছিল। এবার দেখা যাচ্ছে, টাটা গ্রুপের অন্যান্য কোম্পানি টাটা টেকনোলজির আইপিও TATA Tech IPO আসতে চলেছে। ইতিমধ্যেই SEBI-র তরফে এই আইপিও চালুর অনুমোদন পাওয়া গিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজনেস টুডের প্রতিবেদনে জানা গিয়েছে।
প্যাকেজিং ইন্ডাস্ট্রির আকাশ ছোঁয়া বাজার | শুরু করতে পারেন আপনিও
রিজার্ভ ব্যাঙ্ক টাটা সন্সকে NBFC বিভাগে রেখেছে। টাটা সন্স এই বিভাগ এড়ানোর জন্য অন্যান্য বিকল্পের বিবেচনা করছে। এই মুহূর্তে সবচেয়ে সহজ বিকল্প হল, টাটাসন্সের কোম্পানিটিকে বাজারে তালিকাভুক্ত করা পাশাপাশি এর জন্য TATA Sons IPO চালু করতে হবে। তাহলেই এটি দেশের সবচেয়ে বড় আইপিও হবে।
বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ELSS ফান্ড | রিটার্ন জানলে চমকে যাবেন
TATA Sons-এর মূল্য বর্তমানে আনুমানিক ১১ লক্ষ কোটি টাকা। আইপিও চালু করার সঙ্গে সঙ্গে কোম্পানিটিকে টাটা ট্রাস্ট ও অন্যান্য শেয়ারহোল্ডারদের প্রায় ৫% অংশ অংশীদারিত্ব কমাতে হবে। আর এর ফলে টাটা সন্সের আইপিওর ইস্যু প্রায় ৫৫ হাজার কোটি টাকা হতে পারে। এর আগে এলআইসির ২১ হাজার কোটি টাকার আইপিও চালু করেছিল। যেটি এখনও পর্যন্ত রেকর্ড।
তবে টাটা গ্রুপের আইপিও চালু হলে দেশের সবচেয়ে বড় আইপিও হবে এটি। শেয়ার বাজারে টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা কমিউনিকেশনস, The Indian Hotels, Titan, টাটা কফি আরও অন্যান্য। আর টাটা গ্রুপের এই আইপিও চালু হলে এটি সবচেয়ে বড় আইপিও হতে চলেছে। ইভিএম নিউজ