Burdwan University Ganesh Puja

ব্যুরো নিউজ ২৯শে আগস্ট ২০২৫ :  : বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই গণেশ পুজোর আয়োজন করেন, যা ঘিরে আজ তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এই ধরনের ধর্মীয় কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছে।

 

বিক্ষোভ বাম ছাত্র সংগঠনগুলির, অভিযোগ প্রশাসনিক ব্যর্থতার

বাম ছাত্র সংগঠনগুলো উপাচার্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ ও একটি শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশের দাবি জানায়। এসএফআই-এর জেলা সম্পাদক ঊষসী রায় চৌধুরী বলেন, “উপাচার্য এই ধরনের উৎসবের আয়োজন করে তার প্রশাসনিক ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের পুজোর সঙ্গে শিক্ষাব্যবস্থার কোনো সম্পর্ক নেই। এটা খুবই হাস্যকর।”

CPM support TMC : ভোটব্যাঙ্কের জন্য ‘বাংলাদেশিদের’ রক্ষা করায় তৃণমূলের পাশে বামফ্রন্ট, পাল্টা আক্রমণে বিজেপি

উপাচার্যের অবস্থান

তবে উপাচার্য শঙ্কর কুমার নাথ এই সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, “আমরা এই বছর থেকে এখানে গণেশ পুজো শুরু করেছি এবং প্রতিমাটি স্থায়ীভাবে ক্যাম্পাসের মধ্যেই থাকবে। আমরা আগামী দিনে ক্যাম্পাসের ভিতরে বিশ্বকর্মা পুজো এবং সরস্বতী পুজোরও আয়োজন করব।” এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Kerala : খুনের আসামিদের ‘নায়কের’ মর্যাদা দিচ্ছে CPI(M), বাম শাসিত রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিজেপির

তবে শিক্ষাক্ষেত্রে যে রাজনীতিরও স্থান নেই সে কথা বাম ছাত্র নেতা নেত্রীদের স্মরণে থাকেনা – এদের যত বিরক্তি শিক্ষা ক্ষেত্রে ভারতীয় তথা বঙ্গীয় পুজা , অর্চনা এবং পার্বণ ঘিরে যা সত্যিই হাস্যকর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর