সংকীর্ণ সিঁড়ি, নিরাপত্তার অভাব
রবিবার সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। একযোগে তিনটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, চার নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান-হাওড়া লোকাল, ছয় নম্বরে রামপুরহাট লোকাল ও সাত নম্বরে আসানসোল লোকাল একসঙ্গে পৌঁছায়। ট্রেন ধরতে গিয়ে যাত্রীরা ফুটওভার ব্রিজে দৌড়াতে শুরু করেন। সংকীর্ণ সিঁড়ি আর অতিরিক্ত ভিড়ের চাপে কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেলকর্মী ও স্থানীয়রা, আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
রেল সূত্রে খবর, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এই ঘটনায় ফের একবার বর্ধমান স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই গুরুত্বপূর্ণ জংশন ব্যবহার করেন, অথচ নিরাপত্তা কর্মী ও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।
দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ
ঘটনার পর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। তিনি রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রেলের প্রথম দায়িত্ব।” রেল প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি রুখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।