চোট কাটিয়ে ফিরে এলেন বুমরাহ

ব্যুরো নিউজ, ২৮ ফেব্রুয়ারি :ভারতের অন্যতম সেরা পেস বোলার জসপ্রীত বুমরাহ, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। ভারতীয় দলকে তাদের সেরা অস্ত্র ছাড়া মাঠে নামতে হয়েছিল। তবে, এই দুঃসময়ে ভারতীয় শিবিরে এসেছে সুখবর। প্রায় ৫৫ দিন পর, বুমরাহ আবারও বোলিং শুরু করেছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন তিনি।

পাকিস্তানের হকি ও ক্রিকেটের পতনের কারণ

বোলিংয়ের দিকে নজর

নিজের বোলিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বুমরাহ। ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে উইকেট পুঁতে বল করছেন তিনি, আর এক সাপোর্ট স্টাফ তাঁর বোলিংয়ের দিকে নজর রাখছেন। যদিও বুমরাহ এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি, তবে তার অনুশীলনে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। মাঝে মাঝে সাপোর্ট স্টাফের সঙ্গে কথাও বলছেন বুমরাহ। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রতি দিন উন্নতি করছি।” এর মাধ্যমে স্পষ্ট, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের এই পেস সেনা।

বুমরাহর চোটের ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে, যখন তার পিঠের পেশিতে টান লাগে। সেই সময় তিনি দ্বিতীয় ইনিংসে বল করেননি। এরপর থেকে দীর্ঘ ৫৫ দিন পর, ২৭ ফেব্রুয়ারি আবারও বোলিং শুরু করেন তিনি। চোট পাওয়ার পর শোনা গিয়েছিল যে, তাকে অস্ত্রোপচার করাতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠেন বুমরাহ। বর্তমানে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হচ্ছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতন, গুজরাতের কাছে পরপর তৃতীয় হার!

তবে, চোটের মধ্যেই বুমরাহকে দেখা গিয়েছিল দুবাইয়ে। সেখানে তাকে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছিল। সেই পুরস্কার নিতে গিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত-পাকিস্তান ম্যাচে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বুমরাহকে ‘স্যর গ্যারফিল্ড সোবার্স’ ট্রফি তুলে দেন। সেই সময় সতীর্থদের সঙ্গে দেখা করেছিলেন বুমরাহ এবং জানিয়েছিলেন যে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন, আবারও বোলিংয়ের ভিডিও দেখে ভারতীয় সমর্থকরা আশা করছেন, বুমরাহ দ্রুত পুরোপুরি ফিট হয়ে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর