চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহঃ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে ভারতের তারকা

ব্যুরো নিউজ,১৪ ফেব্রুয়ারি :চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবেন না ভারতের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে দলের বাকি সদস্যদের নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন বুমরাহ, যেখানে তিনি নিজের ছবি পোস্ট করে আগামী দিনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন।

আরসিবি-তে বড় ধাক্কাঃ আশা সোবহানা ছিটকে গেলেন, দলে এলেন পারভীন

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট

বুমরাহ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি বাদামিধুসর (বেইজ) রঙের টি-শার্ট, কালো প্যান্ট এবং খয়েরি রঙের টুপি পরেছেন। ছবিটি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আয়ানার সামনে তোলা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “রিবিল্ডিং,” যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চোটের পর নিজের চেহারা ও ফর্ম পুনর্নির্মাণের জন্য তিনি এখন কঠোর পরিশ্রম করছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, বুমরাহকে বাদ দিয়ে তাদের দল তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সময় চোট পান এই তরুণ পেসার। এরপর থেকেই তিনি ক্রিকেট থেকে কিছুটা বিরত ছিলেন এবং তার চিকিৎসা শুরু হয়। বোর্ড জানায়, চোটের কারণে বুমরাহকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকার পর এনসিএ-তে রিহ্যাব শুরু করতে বলা হয়েছিল।

ডব্লিউপিএল ২০২৫ঃ এক নজরে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসগুলি সম্পর্কে জানুন

বুমরাহর রিহ্যাবের দায়িত্বে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ তাকে রিহ্যাব করাচ্ছেন। এছাড়া, চিকিৎসক নিতিন পটেলও বুমরাহর পরিস্থিতি মনিটর করছেন। ভারতের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই ও ফিজিয়ো কমলেশ জৈনও বুমরাহর চিকিৎসায় খোঁজখবর নিচ্ছেন।চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এবং ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউ জ়িল্যান্ড (২ মার্চ) বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর