ব্যুরো নিউজ,২৮ জুলাই: গত ২৩ শে জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গ কে কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন শুধু পশ্চিমবঙ্গকেই কেন বঞ্চিত হতে হবে? সবদিক থেকেই এই রাজ্য কিছুই পাচ্ছে না। বাজেটে রাজ্যের বঞ্চনার অভিযোগে স্লোগান তুলে কক্ষ থেকে বেরিয়ে যান তৃণমূল সংসদরা।
হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু
মমতার মুখে সৌজন্যের কথা, বিরোধীদের সঙ্গে কি আচরণ করেন উনি, আক্রমণে বিজেপির চিফ হুইপ
এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গ কি আদৌ বঞ্চিত হয়েছে নাকি সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনগড়া বলা কথা সেটি এই এক্স হ্যান্ডেল এ স্পষ্ট।ভারতবর্ষের জনসংখ্যার প্রায় ৭.৫% পশ্চিমবঙ্গে থাকা সত্ত্বেও ২০২৩-২৪ এর জন্য দেশীয় পণ্যের জি এস টি তে পশ্চিমবঙ্গের অবদান মাত্র ৪.১১%। ভারতবর্ষের মোট সংগ্রহ ১৫২৩২৪৯ কোটি টাকা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জিএসটি অবদান ৬২৬১৩ কোটি টাকা যা কেবলমাত্র ৪.১১%। এর দ্বারা এটাই প্রমাণিত যে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ একটি দুর্বল রাজ্য। এমনকি সি জি এস টি তে ও পশ্চিমবঙ্গের অবদান মাত্র ১৯২৬৭ কোটি টাকা। বাকি GST টা রাজ্য GST হিসেবে নিজেই ধরে রেখেছে বা IGST হিসেবে অন্য রাজ্যের সাথে ভাগ করে নিয়েছে।
হুড়মুড়িয়ে নামছে সোনা-রুপোর দাম,বিনিয়োগ কি করবেন, জেনে নিন
রাজ্যভিত্তিক কর সংগ্রহের ক্ষেত্রে ২০২২ ২৩ এর FY এর পরিসংখ্যান অনুযায়ী দেশের কর সংগ্রহে পশ্চিমবঙ্গের অবদান মাত্র ৩. ৪৬ %। ভারতবর্ষের মোট সংগ্রহীত কর ১৬২৬৯২৭.৬৩ কোটি টাকা যার মধ্যে পশ্চিমবঙ্গের অবদান মাত্র ৫৬৩২৩.২১ কোটি টাকা।কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য প্রদত্ত পরিমাণের ৭.৫ ৩% পরের হস্তান্তর হিসেবে এবং ৮.৫১% সমস্ত রাজ্যকে অনুদান দেয় কার্য তো এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে রাজ্য থেকে সংগ্রহের তুলনায় অনেক বেশি টাকা দেয়। রাজ্য মোট কেন্দ্রীয় তহবিল থেকে ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ পর্যন্ত রাজ্যের নিজস্ব রাজস্বের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি।এর ফলেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যাচার করছেন।