কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরকে উচ্চ সতর্কতায় রাখা হয়, যখন একজন অজ্ঞাতনামা বেক্তি দাবি করেন মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট 6E5227–এর মধ্যে বোমা রয়েছে।
কলটি সমস্ত যাত্রী চেক-ইন শেষ হওয়ার পর পাওয়া যায়। ফ্লাইটটি বুধবার দুপুর ১:৩০টায় কলকাতা থেকে উড়ান ভরে বিকেল ৪:২০টায় মুম্বাই পৌঁছানোর কথা ছিল; তবে জরুরি প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাইট থামিয়ে ১৯৫ জন যাত্রীকে নিরাপদে বিমানে থেকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিকে পরিদর্শনের জন্য আইসোলেশন বে- তে সরানো হয়।
এক বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের সমস্ত ব্যাগেজ নামিয়ে নিয়ে খুঁটিনাটি তল্লাশি চালানো হয়েছে এবং বোম্ব স্কোয়াড বিস্তৃত অনুসন্ধানের জন্য ফ্লাইটে উঠে কার্যক্রম চালিয়েছে।
দেশের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ (CISF) এ হুমকির পর কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করেছে। হুমকির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর মাধ্যমে এ মাসের শুরুতে ‘অপারেশন সিঁদুর’-এর পর এটি ভারতে বিমানবন্দরে দ্বিতীয় বোমাহুমকির ঘটনা, যা পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।
এর আগেও, ৬ মে মুম্বাই বিমানবন্দরে চণ্ডীগড় থেকে আসা একটি ইন্ডিগো ফ্লাইট সম্পর্কে বোমাহুমকি পায়, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।