ইভিএম নিউজ ব্যুরো, ১লা এপ্রিলঃ আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের উত্তপ্ত হল বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকা। শুক্রবার সন্ধ্যায় পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের আদ্রা বুথে বিজেপির স্থানীয় বুথ সভাপতির(BJP Booth Precident) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।পাশাপাশি বিজেপির বুথ সভাপতিকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগও ওঠে । এই হামলাকে পারিবারিক বিবাদের জের বলে দাবী করেছে পরিবার। তবে বিজেপির দাবী এই হামলা সম্পূর্ণভাবেই রাজনৈতিক। বিজেপির তরফে অভিযোগের তির তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের আদ্রা বুথে বিজেপির বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন শ্যামাপদ বাউরী। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় হাতে রড, লাঠি, কুড়ুল নিয়ে তার বাড়িতে আচমকাই চড়াও হয় জনা চল্লিশ দুস্কৃতি। বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর করতে শুরু করে দুস্কৃতিরা। আর তাদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন বিজেপির বুথ সভাপতি শ্যামাপদ বাউরী। তাঁর মাথায় ও শরীরে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়।এরপর দুস্কৃতিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।গুরুতর আহত শ্যামাপদ বাউরীকে উদ্ধার করে প্রথমে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত বুথ সভাপতির পরিবার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলে দাবী করলেও বিজেপির দাবী শ্যামাপদ বিজেপি করাতেই তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা চড়াও হয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। বিজেপির তরফে অবিলম্বে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানানো হয়েছে।(EVM News)