লাবনী চৌধুরী, ২৪ মে : বিজ্ঞাপন মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি। হাইকোর্টের নির্দেশ একতরফা, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে বিষয়টি উল্লেখ করেছে দ্রুত শুনানির আর্জি বিজেপির।
প্রশান্ত কিশোর বিজেপি মুখপাত্র! পোস্ট ঘিরে তুমুল শোরগোল
নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ মামলায় শীর্ষ আদালতে বঙ্গ বিজেপি। এর আগে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ ওই বিজ্ঞাপনগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। জানানো হয়েছিল ওই বিজ্ঞাপনগুলি সরিয়ে ফেলতে হবে। এর পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তারা। গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, একক বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না। তবে এক্ষেত্রে আদালত এও জানায় যে, মামলাকারী চাইলে একক বেঞ্চে গিয়ে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবে।
তবে, ডিভিশন বেঞ্চে বিজেপির তরফে দাবি করে যে, মামলা শুনানি হলেও মামলার কোনও কাগজপত্র তাদের দেওয়া হয়নি। এমনকি নির্বাচনের দিন শুনানি থাকায় তারা আদালতে থাকতে পারেননি। তারপরও কেন শুনানি ছিল? এরপরেই নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপন হওয়ায় মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছে।