ব্যুরো নিউজ, ১২ জুন: আড়াই বছরের শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’! খবর মিলতেই রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক! স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় আসে ভারতীয় বংশোদ্ভূত আড়াই বছরের ওই শিশু। ফেব্রুয়ারির শেষেই শিশুকে নিয়ে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় তাঁর বাবা-মা। জানা যায়, কলকাতায় আসার পরই ওই শিশুর শরীরে বার্ড ফ্লু বাসা বাধে। এরপর শিশুকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় শিশুর পরিবার।
দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা! ১৫০০০ কোটি টাকার চুক্তি BSNL-এর সঙ্গে
এরপরই অসুস্থ হয়ে পড়ে শিশু। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর তার শরীরে জ্বরের উপসর্গ দেখা দেয় বলে জানা গিয়েছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হলে ‘বার্ড ফ্লু’ ভাইরাস ধরা পড়ে।
তবে গত মে মাসে সেই খবর রাজ্যে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মাধ্যমে। এরপর কলকাতায় শিশুর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলা জানা গিয়েছে। তবে আতঙ্কের কোনও নেই বলেই খবর মিলেছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের ঘটনায় রিপোর্ট প্রায় ৩ মাসের মাথায় মেলায় আক্ষেপ প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে।