ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: শীতেও ভাসছে বাঁকুড়া। ভাসছে বিঘার পর বিঘা জমি
জেলের কয়েদিরাও এবার ইউনিভার্সিটিতে! কী জানালেন কারামন্ত্রী? প্রায় ৩০০ বিঘা জমি জলের তলায়। আর সেই জমিতেই চাষ করা হয়েছিল আলু, সরষে, বাদাম- সহ রবি ফসল। ফলে কৃষকদের মাথায় হাত। এই মরশুম যেনও একেবারে সহায় হয়নি কৃষকদের জন্য। প্রথম থেকে লেগেই রয়েছে বিপত্তি। কখনওবা একের পর এক নিম্নচাপ। আবার কখনও জল ছাড়ার ধুম! নিম্নচাপের জেরে চলতি বছর বাঁকুড়ার বহু কৃষকই মরসুমের ফসল চাষ শুরু হয়েছে অনেক দেরীতে। আর এর মধ্যেই ফের বিপত্তি! নিম্নচাপের জেরে জল বেড়েছে। ফলে স্বভাবতই জল ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জল ছাড়ার দরুন কংসাবতী সেচ ক্যানালের জল উপচে পড়ছে চাষের জমিতে। এ মরশুমের চাষও যেনও একপ্রকার জলেই, এমনটাই মনে করছে কৃষকরা। জলের তোড়ে ভাসছে বিঘার পর বিঘা রবি ফসল। জানা গিয়েছে, কংসাবতী সেচ ক্যানাল উপচে জলে ভাসল কয়েকশো বিঘে জমির রবি ফসল। ঘটনার খবর পেতেই ক্যানালে জল ছাড়া বন্ধ করল কর্তৃপক্ষ। এর ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কপালে ভাজ পড়েছে কৃষকদের। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ব্লকের কাঁটাপাল এলাকায়। বিঘের পর বিঘে ফসলের জমিতে জমে রয়েছে জল। ফলে ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ইভিএম নিউজ