ব্যুরো নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ : আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিজেপি ইউনিটের শীর্ষ নেতারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে এই দিনটি উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নেতাদের শুভেচ্ছা ও প্রশংসা
পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রীকে ভারতের গর্ব, একজন বিশ্ব নেতা, জনগণের নেতা, জাতি গঠন, উন্নয়ন ও আত্মনির্ভর ভারতের স্থপতি এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ এর নির্মাতা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর শুভেচ্ছা বার্তায় শমীক ভট্টাচার্য লেখেন, “মানবতা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক – আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন।”
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ‘আত্মনির্ভর ভারতের স্বপ্নদ্রষ্টা’ এবং বিশ্বব্যাপী প্রশংসিত ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছেন।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা। তাঁর প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বক্তব্য, জনসাধারণের সাথে মিশে থাকা, সবার অনুকরণ এবং অনুসরণ যোগ্য। এই উপলক্ষে বহু কর্মসূচী শুরু হচ্ছে যার প্রধান লক্ষ্য সেবা, সেবাই সংগঠন।”
রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃভূমির প্রতি অতুলনীয় উৎসর্গ, অক্লান্ত প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং অটল দেশপ্রেম লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। সুকান্ত মজুমদার তাঁর পোস্টে লেখেন, “আপনার দক্ষ নেতৃত্বে একটি নতুন ভারত উন্নয়ন, স্বনির্ভরতা এবং বৈশ্বিক মর্যাদার পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। আপনার নির্দেশনাতে, ভারত প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, উন্নয়ন, আত্মনির্ভরতা এবং বিশ্ব সম্মানের পথে দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছে।”
কলকাতায় বিশেষ প্রদর্শনী
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজেপি ইউনিট বুধবার বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি করেছে। এই উদযাপনের অংশ হিসেবে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে প্রধানমন্ত্রী মোদীর জীবনের ওপর একটি বড় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।