ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন ১০ দফা নীতিমালা কার্যকর হতে শুরু করেছে, যা ২২ জানুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে থেকেই শুরু হয়েছে। এই নীতিমালার প্রথম পদক্ষেপ হিসেবে, বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, কোনো ক্রিকেটারকেই ব্যক্তিগত যানবাহনে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। এখন থেকে সব খেলোয়াড়কে দলীয় বাসেই যাতায়াত করতে হবে, যা দলের শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা বজায় রাখতে সহায়তা করবে।
বিগ বস ১৮-এ বিজয়ী করণ বীর মেহরা
ব্যক্তিগত গাড়ির অনুমতি নেই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হারার পর বিসিসিআই এই নতুন ১০ দফা নিয়ম চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো, ‘সব খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের পুরো সময় উপস্থিত থাকতে হবে এবং দলীয় বাসে যাতায়াত করতে হবে।’ এর মাধ্যমে দলের মধ্যে একসঙ্গে কাজ করার মনোভাব গড়ে তোলা যাবে এবং দলীয় অঙ্গীকারের প্রতি খেলোয়াড়দের দায়বদ্ধতা নিশ্চিত হবে।ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কিছু শর্তে আপত্তি জানিয়েছেন, তবে দেখা যাচ্ছে যে বিসিসিআই ইতিমধ্যে এই নিয়ম কার্যকর করেছে। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের আয়োজক রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) অন্যতম, এবং তারা এই নতুন নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যয় পিটিআইকে জানিয়েছেন, “বিসিসিআইয়ের ১০ দফা নির্দেশনা মেনে আমরা ভারতীয় দলের জন্য কোনও আলাদা পরিবহনের ব্যবস্থা করিনি। শুধুমাত্র দলীয় বাসের ব্যবস্থা করা হয়েছে। কোনো খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত গাড়ির অনুমতি নেই।”
নীরজ চোপড়ার চুপিচুপি বিয়ে, অবশেষে প্রকাশ্যে এল তার নতুন জীবন শুরু করার ছবি
পূর্বে, কিছু সিনিয়র ক্রিকেটার স্টেডিয়ামে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন, যা সংশ্লিষ্ট রাজ্য সংস্থা পরিচালনা করত। এমনকি অস্ট্রেলিয়া সফরেও, দুজন তারকা ক্রিকেটার তাদের পরিবারের সঙ্গে আলাদা গাড়িতে ভ্রমণ করেছিলেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে প্রথমবার ভারতীয় দল ইডেন গার্ডেন্সে দলীয় বাসে পৌঁছেছে। এর মধ্যে ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা।এছাড়া, আগে যে একজন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফের ব্যক্তিগত সহকারীকে দলীয় হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, বিসিসিআই এখন সেই অনুমতিও বাতিল করেছে। ফলে, খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত সহকারী বা ম্যানেজারদেরও দলীয় হোটেলে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।এভাবে নতুন নিয়মের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দল শৃঙ্খলা এবং দলীয় মনোভাব আরও শক্তিশালী করতে চাইছে।