ব্যুরো নিউজ,১৪ ফেব্রুয়ারি :অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কঠোর নির্দেশিকা চালু করার সিদ্ধান্ত নেয়। এই নতুন নিয়মগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কার্যকর হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুসারে, এবার দুবাইতে বাংলাদেশর বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের আগেই এই নিয়মগুলো কার্যকর হবে। ক্রিকেটারদের পরিবারকে দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, এবং কিছু রাঁধুনিকে সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের আত্মবিশ্বাসী প্রত্যয়ঃ ভারতের বিরুদ্ধে জয়ের শপথ!
কোচ ও বোর্ডের অনুমতি?
নতুন নির্দেশিকার পর, ক্রিকেটারদের পরিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তাদের সঙ্গে থাকতে পারবে না। বোর্ডের নিয়মে বলা হয়েছে যে, যদি বিদেশ সফর ৪৫ দিন বা তার বেশি হয়, তাহলে ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে নিতে পারবে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ছোট টুর্নামেন্টে, যেখানে প্রতিযোগিতা এক মাসেরও কম সময়ের, পরিবারকে সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।বোর্ডের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে, ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবেন না। যেহেতু প্রতিযোগিতা এক মাসও চলবে না, তাই নতুন নির্দেশিকাটি মানতে হবে। যদি কেউ বিশেষভাবে পরিবার নিয়ে যেতে চায়, তাহলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে।
তবে এমন বিশেষ অনুমতি পেলে, পরিবারকে যাতায়াত, থাকা-খাওয়ার খরচ ক্রিকেটারকেই বহন করতে হবে। বোর্ড কোনো সাহায্য করবে না।”আগামী বছর জুন-জুলাই-অগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেটাররা দু সপ্তাহের জন্য তাদের পরিবারকে সঙ্গে রাখতে পারবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নতুন নিয়মই মানতে হবে।এছাড়া, ক্রিকেটারদের ব্যক্তিগত সহকারী এবং রাঁধুনির ক্ষেত্রেও নতুন নির্দেশিকা অনুসরণ করতে হবে। যদি কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সহকারী থাকেন, তাহলে তাঁকে অন্য হোটেলে থাকতে হবে।
ভ্যালেনটাইনস ডে ২০২৫ঃ প্রিয়জনকে পাঠান কিছু হৃদয়স্পর্শী শুভেচ্ছাবার্তা
বোর্ড ইতিমধ্যেই কয়েকজন রাঁধুনির সঙ্গে যোগাযোগ করেছে এবং জানানো হয়েছে, তাদের কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ডায়েট অনুযায়ী কাজ করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকজন রাঁধুনিকে দলসঙ্গে নেওয়ার পরিকল্পনা করছে বোর্ড।এছাড়া, ইংল্যান্ড সিরিজে ক্রিকেটাররা একসঙ্গে যাতায়াত করেছেন এবং একসঙ্গে ছিলেন। ভারতের কোচ গৌতম গম্ভীর যে দলগত সংস্কৃতি চালু করার চেষ্টা করছেন, সেই পথেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।