bcci awards women cricket team PM LOP congratulates

ব্যুরো নিউজ ৩ নভেম্বর ২০২৫ : আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত প্রথমবার বিশ্বকাপ জয় করার পর দেশজুড়ে বাঁধভাঙা উল্লাস শুরু হয়েছে। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে এই ঐতিহাসিক জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলার জগতের কিংবদন্তী এবং আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার প্রধানরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X-এ লেখেন, “আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দলের এক চমৎকার জয়। ফাইনালে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত দক্ষতা এবং আত্মবিশ্বাসের পরিচায়ক। পুরো টুর্নামেন্টে দলটি অসাধারণ দলগত কাজ এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলা গ্রহণে অনুপ্রাণিত করবে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই জয়কে ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য একটি “ওয়াটারশেড মুহূর্ত” (watershed moment) বলে অভিহিত করেন। তিনি বলেন, “তারা প্রথমবারের মতো জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের প্রতিভা ও পারফরম্যান্সের উপযুক্ত ফল পেয়েছে। আমি প্রশংসা করি যেভাবে মেয়েরা ভারতকে গর্বিত করেছে।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অভিনন্দন জানিয়ে লেখেন, “কী গর্বের মুহূর্ত! আমাদের উইমেন ইন ব্লু ইতিহাস তৈরি করেছে এবং কোটি মানুষের মন ছুঁয়েছে। আপনার সাহস, মনোবল, এবং মাধুর্য ভারতে গৌরব এনেছে এবং অগণিত তরুণীকে নির্ভয়ে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আপনারা কেবল একটি ট্রফি তোলেননি; আপনারা একটি জাতির আত্মাকে তুলে ধরেছেন। জয় হিন্দ!”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটিকে দেশের জন্য একটি “সংজ্ঞায়িত অর্জন” এবং “সেরা মুহূর্ত” বলে অভিহিত করেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, শিবরাজ সিং চৌহান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলটিকে অভিনন্দন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে “ভবিষ্যতের তরুণীদের জন্য অনুপ্রেরণা” বলে মন্তব্য করেন।

 

বিসিসিআইয়ের ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা

 

এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব দেবাশিস সাইকিয়া ঘোষণা করেছেন, জয়ী দল, সাপোর্ট স্টাফ এবং কোচদের জন্য মোট ৫১ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

বিসিসিআই সচিব দেবাশিস সাইকিয়া বলেন, “জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে মহিলা ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। বেতন বৈষম্য দূর করা হয়েছে। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহিলাদের পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বাড়িয়েছেন। আগে পুরস্কারের অর্থ ছিল $২.৮৮ মিলিয়ন, এখন তা বেড়ে $১৪ মিলিয়ন হয়েছে। এসব পদক্ষেপ মহিলা ক্রিকেটকে দারুণভাবে এগিয়ে নিয়েছে।”

ICC Women World Cup : “এই জয় গোটা ভারতের পাওনা”: বিশ্বজয়ের পর টিম ইন্ডিয়াকে কোহলি-শচীন-যুবরাজের শুভেচ্ছা , হুইলচেয়ার ছেড়ে দলের সঙ্গে নাচলেন আহত প্রতিক্ষা রাওয়াল।

বিসিসিআই সচিব জয় শাহ X-এ অভিনন্দন জানিয়ে লেখেন, “এই ঐতিহাসিক অর্জনের জন্য হরমনপ্রীত কৌর এবং পুরো ভারতীয় স্কোয়াডকে অভিনন্দন! ভারতীয় দলের দক্ষতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে। তবে বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বেতন বৈষম্য দূরীকরণ এবং WPL-এর অধীনে বড় ম্যাচ খেলার মানসিকতা গড়ে ওঠার ভূমিকা স্বীকার করতেই হবে।”

 

দীপ্তি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’, সুন্দর পিচাইয়ের স্মৃতিচারণ

 

এই টুর্নামেন্টে ভারতীয় দলের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফাইনালে সর্বোচ্চ ৮৭ রান করা অলরাউন্ডার শেফালী ভার্মা (Player of the Match) এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী দীপ্তি শর্মা (৫৮ রান ও ৫ উইকেট) দুর্দান্ত খেলেন। তিনটি অর্ধ-শতরান করা দীপ্তি শর্মাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়।

ICC Women World Cup : বিশ্বকাপ হাতে মিতালী-ঝুলন, আবেগপ্রবণ হরমনপ্রীত: অবশেষে অধরা স্বপ্নপূরণ!

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রধানরাও এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন:

  • গুগল এবং অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই X-এ লেখেন, “মহিলাদের বিশ্বকাপের এই ফাইনালটা খুব রুদ্ধশ্বাস ছিল, সত্যিই ১৯৮৩ এবং ২০১১ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিল। ভারত দলকে অভিনন্দন, নিশ্চিতভাবেই এই জয় একটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
  • মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা এটিকে “মহিলা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন” বলে উল্লেখ করেন।

ভারতের এই জয়, যা অতীতে ২০০৫ এবং ২০১৭ সালের ফাইনাল হারের ব্যর্থতাকে মুছে দিল, তা দেশের খেলাধুলায় এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর