২০১৬ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বসিত আলির বিতর্কিত মন্তব্য

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি সম্প্রতি দাবি করেছেন ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তান দল ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল। তার মতে তারা যেখানে থাকতেন সেখানে রাতভর গুলির আওয়াজ শোনা যেত। নিরাপত্তার অভাবের কারণে তারা হোটেলের বাইরে বেরোতে পারতেন না এবং লুডো বা ক্যারম খেলে সময় কাটাতেন।

বাংলাদেশি হাইকমিশনারদের দেশে ফেরানো নিয়ে বিক্ষোভ 

নিজের দেশকে সমর্থন করতে এরকম মন্তব্য?


তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছে। ভারতীয় নেটিজেনরা বিভিন্ন প্রমাণ দিয়ে তার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করেছেন। তারা দেখিয়েছেন সেই সময় পাকিস্তান মহিলা দলের সদস্যরা দিল্লির বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন, ফুচকা খাচ্ছিলেন এবং আনন্দে সময় কাটাচ্ছিলেন।নেটিজেনরা বসিতের দাবি নিয়ে প্রশ্ন তোলেন। একজন মন্তব্য করেন ‘ভারতে গুলির আওয়াজ সম্ভব নয়। ওটা হয়তো বিয়েবাড়ির বাজির শব্দ ছিল। পাকিস্তানের মতো ভারতে বন্দুক সহজে পাওয়া যায় না।’  আরেকজন লেখেন ‘ওই সময়ে ভারতে বিয়ের মরশুম চলছিল। ওটা বাজির শব্দ হবে।’

বাংলাদেশ কাণ্ডে ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলনা করে মুখ্যমন্ত্রী যোগীর মন্তব্যে বিতর্ক

বসিত আলি আরও অভিযোগ করেন তাদের খাবারের মান এতটাই খারাপ ছিল যে আইসিসির তৎকালীন সিইও ডেভ রিচার্ডসন তা দেখে হতবাক হয়েছিলেন। তবে এই অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেননি।বসিতের এই বক্তব্যকে অধিকাংশই মনগড়া বলে মনে করছেন। অনেকের মতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তান চাপে থাকায় নিজের দেশকে সমর্থন করতেই এমন কথা বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর