Bank Holiday

ব্যুরো নিউজ, ৪ মে : মে মাসে রাজ্য জুড়ে দফায় দফায় নির্বাচন রয়েছে। এছাড়াও মে মাসে বেশ কিছু হলিডে রয়েছে। তাই এক নজরে দেখে নিন কবে কোন রাজ্যে ব্যাংক খোলা থাকছে অথবা বন্ধ থাকতে পারে। আরবিআই-এর নিয়ম অনুযায়ী প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে। আবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।

ব্যাঙ্কে কোনও জরুরী কাজ থাকলে এখনই সেরে ফেলুন! আগামি মাসে প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন সেই তালিকা, কাজে লাগবে

রাজ্য ভিত্তিক ছুটির তালিকা

৭ মে তৃতীয় দুফার লোকসভা নির্বাচন। ওই দিন গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

৪ মে রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে

১০ মে অক্ষয় তৃতীয়া ও বাসভ জয়ন্তী উপলক্ষ্যে কর্ণাটকে ব্যাঙ্ক ছুটি থাকবে

১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। শ্রীনগরে ছুটি থাকবে ব্যাঙ্ক

১৬ মে সিকিমে স্টেট দিবস উপলক্ষ্যে সেখানকার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে

২০ মে পঞ্চম দফায় লোকসভা সাধারণ নির্বাচনে মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।

২৩ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকছে। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু, লখনউ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্য

২৫ মে নজরুল জয়ন্তী রয়েছে, এছাড়া রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এদিন ত্রিপুরা ও ওড়িশায় ব্যাঙ্ক ছুটি থাকছে।

উপরিউক্ত ছুটির দিনগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলেও, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা কিন্তু খোলা থাকছে। তাই মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনি টাকা লেনদেন করতে পারেন। এছাড়া UPI এর মাধ্যমে টাকা লেনদেন করা যেতে পারে। এছাড়া নগদ টাকার প্রয়োজন হলে এটিএম তো রয়েছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর