ব্যুরো নিউজ ২৩ মে : ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানাল ভারত। এই বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, বহু সংখ্যক অবৈধ বাংলাদেশি নাগরিককে ভারতে থেকে ফেরত পাঠানো প্রয়োজন।

‘অপারেশন সিঁদুর’ এর সর্বদলীয় প্রতিনিধিদলে থাকছেন না ইউসুফ পাঠান, তৃণমূল সাংসদের সিদ্ধান্ত

অবৈধদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের কাছে ভারতে প্রচুর বাংলাদেশি নাগরিক আছেন যাদেরকে ফেরত পাঠানো প্রয়োজন।” তিনি আরও জোর দিয়ে বলেন, “যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন, তা সে বাংলাদেশি নাগরিকই হোক বা অন্য দেশের, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কলকাতায় তিরঙ্গা যাত্রা ,বিএসএফ জওয়ান মুক্তি, ভুয়ো খবর দমন, সন্ত্রাসবাদ নিপাতন : মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত দাবি শুভেন্দু অধিকারীর

জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত করার আর্জি

জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে যাতে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর সুবিধার্থে দ্রুত জাতীয়তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি বলেন, “আমরা বাংলাদেশি পক্ষকে জাতীয়তা যাচাই করতে বলেছি। আমাদের কাছে ২,৩৬০টিরও বেশি মানুষের একটি তালিকা রয়েছে যাদেরকে ফেরত পাঠানো দরকার।” বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও যোগ করেন যে, এই তালিকাভুক্ত অনেক ব্যক্তি ইতিমধ্যেই জেল প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং বহু ক্ষেত্রে ২০২০ সাল থেকেই জাতীয়তা যাচাই প্রক্রিয়া আটকে রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর