ব্যুরো নিউজ, ২৪শে ডিসেম্বর ২০২৫ : মঙ্গলবার বিকেলের দিকে কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বঙ্গীয় হিন্দু জাগরণ, বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং এবিভিপি (ABVP)-সহ একাধিক সংগঠনের কয়েকশো কর্মী শিয়ালদহ থেকে পদযাত্রা করে হাই কমিশনের দিকে এগোতে থাকলে পুলিশ তাঁদের বাধা দেয়।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। পুলিশের দাবি, হাই কমিশনের মতো উচ্চ-নিরাপত্তা সম্পন্ন এলাকায় শান্তি বজায় রাখতেই এই পদক্ষেপ। অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই সাধু-সন্ত ও মহিলাদের ওপর লাঠি চালিয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী গুরুতর জখম হয়েছেন এবং অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ পুলিশের এই ‘বর্বরতা’র তীব্র নিন্দা করেন।
দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভ: আটক শতাধিক ভিএইচপি কর্মী
কেবল কলকাতাই নয়, দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনেও এদিন তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ১,৫০০ পুলিশ ও আধা-সামরিক বাহিনীর ব্যুহ ভেদ করার চেষ্টা করেন ভিএইচপি ও বজরং দল কর্মীরা। পুলিশ তাঁদের হাই কমিশন থেকে ৮০০ মিটার আগেই আটকে দেয়। বহু বিক্ষোভকারীকে আটক করে বাসে তোলা হয়। একই দৃশ্য দেখা গেছে মুম্বাই এবং হায়দরাবাদের কোঠাপেটেও, যেখানে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।
পরিসংখ্যানের নজরে বিক্ষোভের আঁচ (ডিসেম্বর ২০২৫)
| অবস্থান | বিক্ষোভকারী সংস্থা | হতাহত/আটক (আনুমানিক) | প্রধান ঘটনা |
| কলকাতা | বঙ্গীয় হিন্দু জাগরণ, ভিএইচপি | ২১ জখম, ১২+ আটক | বেকবাগানে পুলিশের লাঠিচার্জ |
| নয়াদিল্লি | ভিএইচপি, বজরং দল | ১০০+ আটক | ব্যারিকেড ভাঙার চেষ্টা |
| সিলিগুরি | হিন্দু জাগরণ মঞ্চ | পথ অবরোধ | ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ |
| মুম্বাই | ভিএইচপি | ১০+ আটক | শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ |
কূটনৈতিক টানাপোড়েন ও ভিসা পরিষেবা স্থগিত
ভারতে এই গণবিক্ষোভের জেরে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এবং তাঁদের মিশনে হামলা ও ভাঙচুরের বিষয়ে কড়া প্রতিবাদ জানায়। নিরাপত্তার কারণ দেখিয়ে নয়াদিল্লি, আগরতলা এবং সিলিগুরিতে বাংলাদেশ হাই কমিশন ও কনস্যুলার অফিসগুলো তাঁদের ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে।
দীপু দাসের হত্যাকাণ্ড: বর্তমান আপডেট
গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ২৭ বছর বয়সী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশে এখনও পর্যন্ত ১০-১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সমাজ মাধ্যমে এক বহু প্রচারিত ভিডিওতে দেখা গেছে যে বাংলাদেশ পুলিস নিজেই দীপু চন্দ্র দাসকে মৌলবাদী ভিড়ের হাতে তুলে দেয় । তবে আন্তর্জাতিক স্তরে এই নৃশংসতা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন যার প্রতিফলন হিসেবে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ প্রশাসন।


















