ব্যুরো নিউজ ৮ নভেম্বর : চন্দননগরের ঐতিহ্যশালী বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবার ১৯০ বছরে পা দিলেও, এ বছরের প্রতিমার মুখশ্রী নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবছর দেবীর অপূর্ব সাজ ও মুখশ্রীর জন্য অগণিত ভক্ত আসেন পুজো দেখতে। তবে এ বছরের প্রতিমা প্রকাশ্যে আসতেই অনেকে অভিযোগ করেছেন, দেবীর মুখের গড়ন ঐতিহ্যবাহী চেহারার সাথে মিলছে না, যা পুজোর পরিচিত রূপের থেকে অনেকটাই ভিন্ন।
ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর এলাকায় শব্দবাজির দৌরাত্ম্য, প্রশ্নের মুখে প্রশাসন
ঘটনায় ক্ষমাপ্রার্থী পুজো কমিটি
ব্যুরো নিউজ ৮ নভেম্বর : সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে, বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে দুঃখপ্রকাশ করেছে। বিবৃতিতে তারা স্বীকার করেছে যে, “এ বছর আমরা মায়ের চিন্ময়ী রূপকে সঠিকভাবে মৃন্ময়ী রূপদান করতে পারিনি। তবে এর কারণ আমাদের আর্থিক সীমাবদ্ধতা নয় বা কমিটির অবহেলা নয়।”কমিটির তরফে আরও বলা হয়েছে, “মূর্তি তৈরির দায়িত্ব শিল্পীর উপর ছিল, এবং তার শৈল্পিক দক্ষতার প্রতি আমরা আস্থা রেখেছিলাম। তবে অনেক সময় পরবর্তী প্রজন্মের শিল্পীরা পূর্বসুরীদের মত শৈল্পিক নিপুণতা ধরে রাখতে পারেন না। যদিও এই ঘটনায় ভক্তদের মনোকষ্ট হয়েছে, আমরা আপনাদের মতই সমব্যথী।”
আউশগ্রামে বহুরূপীর বেশে নাবালিকাকে শ্লীলতাহানি, ধৃত যুবককে ঘিরে এলাকায় উত্তেজনা
বাগবাজার পুজো কমিটি তাদের ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে, “আগামী বছরগুলোতে আমরা আরও সতর্ক থাকব এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য প্রস্তুত থাকব। আপনারা এই পুজোর মেরুদণ্ড, তাই এই দায়ভার সম্পূর্ণভাবে গ্রহণ করছি। এটি কোনো অজুহাত নয়, বরং ভবিষ্যতের প্রতিশ্রুতি।”