ব্যুরো নিউজ ১৬ই মে : বিখ্যাত অসমীয়া কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা শুক্রবার ৪৪ বছর বয়সে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবরে সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গায়ত্রী হাজারিকা তাঁর ‘সোরা পাতে পাতে ফাগুন নামে’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। এছাড়াও ‘তুমি কোন বিরহী অনন্যা’, ‘জংক নাছিল বনত’, ‘সেউজী সপোন’ সহ আরও অনেক জনপ্রিয় গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তাঁর প্রয়াণে বহু বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগী সামাজিক মাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রখ্যাত সঙ্গীতশিল্পী গায়ত্রী হাজারিকার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক্স হ্যান্ডেল থেকে করা এক টুইটে লেখা হয়েছে, “মুখ্যমন্ত্রী ডঃ @হিমন্তবিশ্ব , প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী গায়ত্রী হাজারিকার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর সুললিত কণ্ঠস্বর এবং অসমীয়া সঙ্গীতে অসামান্য অবদান চিরকাল স্মরণীয় থাকবে। মুখ্যমন্ত্রী তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”

অসম গণ পরিষদের (অগপ) সভাপতি অতুল বোরাও তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তাঁর টুইটে লেখা হয়েছে, “গায়ত্রী হাজারিকার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর সুললিত কণ্ঠ অসমীয়া সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং অগণিত মানুষের হৃদয় ছুঁয়েছে। এটি এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা। ওঁ শান্তি!”

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা এইমী বরুয়া এক্স হ্যান্ডেলে গভীর সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লিখেছেন, “গায়ত্রী হাজারিকার মিষ্টি কণ্ঠস্বর এবং স্বচ্ছন্দ মাধুর্য দীর্ঘকাল ধরে আসামের মানুষকে মুগ্ধ করে রেখেছিল—আমিও তার ব্যতিক্রম ছিলাম না। ‘সোরাপাতে পাতে ফাগুন নামে’ আমার অনেক বসন্তে প্রতিধ্বনিত হয়েছে। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। যদিও তিনি আর আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, আমি জানি তাঁর কণ্ঠ আমাদের জীবনে অনুরণিত হতে থাকবে। আমি ঈশ্বরের চরণে তাঁর আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণমুগ্ধদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁ শান্তি!”

প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় ২ হাজার ফলোয়ার রয়েছে, যেখানে তাঁকে একজন ভারতীয় প্লেব্যাক শিল্পী এবং লাইভ পারফর্মার হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি তাঁর হৃদয়স্পর্শী সঙ্গীতের জন্য পরিচিত। তাঁর গান উইঙ্ক মিউজিক এবং গানা-র মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখনও উপলব্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর