ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি:দিল্লি বিধানসভা নির্বাচন এগিয়ে আসার আগেই বিপদে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরীওয়ালের বিরুদ্ধে এবার হরিয়ানা পুলিশের কাছে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি কেজরীওয়াল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন। তার এই মন্তব্যের পরই কেজরীওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
দিল্লী নির্বাচন ২০২৫ সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার
কি অভিযোগ?
এই অভিযোগের মধ্যে রয়েছে হিংসায় উস্কানি দেওয়া, ঘৃণা প্রচার, মিথ্যা অভিযোগ করা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত সহ একাধিক গুরুতর অভিযোগ। ফলে নির্বাচন পূর্ব এই পরিস্থিতি কেজরীওয়াল এবং তার দলকে বড় ধরনের চাপে ফেলে দিয়েছে।এছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাও একই অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, হরিয়ানার অন্তর্ঘাতের কারণে দিল্লির পানীয় জল সরবরাহে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি নির্বাচন কমিশনে গিয়ে কেজরীওয়ালের বিরুদ্ধে তদন্তের দাবি জানায়। কমিশন কেজরীওয়ালের কাছে জবাব তলব করলেও, কেজরীওয়াল সম্মানজনকভাবে কমিশনের নির্দেশ মেনে গত শুক্রবার নির্বাচনী সদনে হাজির হন। তার সঙ্গে ছিলেন দিল্লির আতিশী মার্লেনা এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান।
দিল্লির বাঙালি ভোটারদের মন জিততে এবার বাংলার সাংসদদের প্রচার
এই অভিযোগের পর হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি পাল্টা অভিযোগ করে বলেন, কেজরীওয়াল মিথ্যে কথা বলছেন এবং এ ধরনের ঘৃণা ছড়ানোর জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেছেন, কেজরীওয়ালকে অবিলম্বে হরিয়ানা এবং দিল্লির জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া, সাইনি কেজরীওয়ালকে সোনিপতে এসে যমুনার জল পরীক্ষার জন্য চ্যালেঞ্জও জানিয়েছেন।