ব্যুরো নিউজ, ৩০ মে : লোকসভা নির্বাচনের মাঝেই এবার কংগ্রেসর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস এমন দল, যা প্রতিরক্ষা খাতেও দালালি করে’। লোকসভা নির্বাচনের মধ্যে তাঁর এই মন্তব্য কংগ্রেস অস্বস্তি বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম-২। কতটা শক্তিশালি এই ক্ষেপণাস্ত্র?
সার্জিকাল স্ট্রাইকের সময় রাহুল গান্ধী কোথায় ছিলেন? প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর
প্রসঙ্গত, সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেমন একের পর এক উন্নয়নকে তুলে ধরেন তেমন একাধিক ইস্যুতে নিশানাও করেন কংগ্রেসকে। ‘কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নেই। কেন মানুষ তাদের বিশ্বাস করবে। নিজের দেশের সেনাদের বীরত্বের উপরে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বালাকোটে সার্জিকাল স্ট্রাইকে ও চিনের ডোকলামে ভারতীয় সেনার বীরত্বের প্রমাণ দিয়েছে। ঘরে ঢুকে কড়া জবাব দিয়ে এসেছে। তখন রাহুল গান্ধী কোথায় ছিল?’ এইভাবেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান অনুরাগ ঠাকুর। পাশাপাশি অগ্নিপথ প্রকল্প নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, ‘কংগ্রেস এমন দল, যা প্রতিরক্ষা খাতেও দালালি করে, বোফর্স, সাবমেরিন দুর্নীতি করেছে। ১০ বছরে বুলেটপ্রুফ জ্যাকেট কিনে দেয়নি, ফাইটার এয়ারক্রাফ্ট কেনেনি। ওয়ান র্যািঙ্ক, ওয়ান পেনশনে বাধা দিয়েছে। তাঁর দাবি অগ্নিবীর প্রকল্প নিয়েও কংগ্রেসের চিন্তাধারা বদলাতে হবে।
অন্যদিকে, তিনি নিজে হিমাচল প্রদেশের ছেলে। মোদীর একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে হিমাচল প্রদেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তা বলতে ভোলেননি কেন্দ্রীয় মন্ত্রী। কোভিডের সময় হিমাচল প্রদেশে রেকর্ড টিকাকরণ হয়েছিল। ২০ হাজার বাড়ি তৈরি হয়েছে। এইমস থেকে শুরু করে ৪টে মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। তৈরি করা হয়েছে সুড়ঙ্গ রাস্তাও। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে ২ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।