ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে দু’টি জনসভা করে গিয়েছেন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর। বাংলায় তিনি চারটি জনসভা করেছেন ভোট ঘোষণার আগে। তবে এখনও পর্যন্ত রাজ্যে ভোটপ্রচারে আসেননি তাঁর ডেপুটি অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রথম জনসভা করতে আসছেন বুধবার।
ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুভাষ সরকার
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রথম জনসভা করতে আসছেন বুধবার
তিনি বাংলায় ভোটপ্রচার শুরু করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাট থেকে। অমিত শাহ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় সভা করবেন বুধবার দুপুর ১২টা নাগাদ। এরপর তিনি ওই সভা সেরে অসম থেকে বাংলায় এসে বিহারের গয়ায় যাবেন।
উল্লেখ্য, অমিত শাহ এর আগে বাংলায় এসেছিলেন ডিসেম্বরের শেষ সপ্তাহে । কিন্তু তিনি কোনো সভা করেননি। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। এমনকি অমিত শাহর ফেব্রুয়ারির শেষ দিনেও আসার কথা ছিল রাজ্যে। তাঁর যাওয়ার কথা ছিল মায়াপুরের ইস্কনের মন্দিরেও। কিন্তু সেই সূচিও বাতিল হয়। শেষ পর্যন্ত শাহ প্রথম প্রচারসভা করবেন বুধবার সুকান্তের লোকসভা কেন্দ্রে। সেখানে ভোট রয়েছে দ্বিতীয় দফায়। যেটি অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।