Bengal visit by Amit Shah

ব্যুরো নিউজ, ২৯শে ডিসেম্বর ২০২৫ : সোমবার অসমে এক বিশাল জনসভায় কংগ্রেসকে ‘অনুপ্রবেশকারীদের মদতদাতা’ হিসেবে আক্রমণ করার পর আজ সরাসরি কলকাতায় পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ গুয়াহাটি বিমানবন্দর থেকে তিনি কলকাতায় নামবেন। বছর শেষে তাঁর এই সফরকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিধাননগরে বৈঠক ও সাংগঠনিক তৎপরতা

আজ রাতে কলকাতায় পা রেখেই শাহ বিধাননগরে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকে বসবেন। এরপর মঙ্গলবার বেলা ১২টা নাগাদ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত নিচুতলার সংগঠনকে চাঙ্গা করা এবং দলীয় কর্মীদের নতুন লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য।

Amit Shah BJP : বঙ্গ সফরে অমিত শাহ: ‘বিদ্রোহী’ দিলীপের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিকে কড়া বার্তা !

নতুন রাজ্য কমিটি ঘোষণার জল্পনা

বিজেপি মহলে জোর গুঞ্জন, অমিত শাহের উপস্থিতিতেই নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা হতে পারে। ইতিমধ্যে অনুমোদনের জন্য সম্ভাব্য নামের তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে। দলের একাংশের মধ্যে পদ পাওয়া না-পাওয়া নিয়ে যে ক্ষোভের আশঙ্কা রয়েছে, তা অমিত শাহের উপস্থিতিতেই প্রশমিত করতে চাইছে রাজ্য নেতৃত্ব।

Nitin Nabin BJP : বিজেপির নতুন কান্ডারি ৪৫ বছর বয়সি নীতিন নবীন: ২০ জানুয়ারি ঘোষণা হতে পারে নতুন সর্বভারতীয় সভাপতির নাম

অনুপ্রবেশ ও এসআইআর ইস্যুতে কড়া বার্তা

অসমে অনুপ্রবেশ রুখতে শাহ যে কড়া বার্তা দিয়েছেন, তার প্রতিফলন বাংলাতেও দেখা যেতে পারে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ ঘোষণা বা বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পাল্টা কড়া দাওয়াই দিতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর