Amarnath Yatra

ব্যুরো নিউজ, ২৮ জুন : পুজো পাঠের মধ্য দিয়েই শুক্রবার শুরু হলো অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা অমরনাথ যাত্রা বেস ক্যাম্প থেকে প্রথম গোষ্ঠীর যাত্রীদের যাত্রা সূচনা করেন। এরপর উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেন, ‘অমরনাথ যাত্ররা তীর্থযাত্রীদের প্রথম গোষ্ঠী জম্মু থেকে রওনা হয়েছে। গত ৩-৪ বছরে, এই যাত্রার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারও জম্মু ও কাশ্মীর প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

মহাকাশ থেকে সুনিতা ফিরতে পারবেন তো? উঠছে প্রশ্ন

অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

প্রসঙ্গত কয়েকদিন ধরে জম্মুর বিভিন্ন জেলায় সন্ত্রাসবাদী হামলা চলেছে। তীর্থযাত্রীদের বাসেও হামলা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার শুরু হলো অমরনাথ যাত্রা। প্রথম তারা পহেলগাম যাবে। তারপর বালতাল বেস ক্যাম্প। সেখান থেকে সোজা অমরনাথের উদ্দেশে যাত্রা করবেন। এদিন অমরনাথ যাত্রার আগের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া দেখা গেছে। সেখানে তীর্থযাত্রীদের ‘বম বম ভোলে’ বলে স্লোগান দিতে শোনা যাচ্ছে।

BJP Helpline

অন্যদিকে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে উধমপুরের ডেপুটি কমিশনার সালোনি রাই বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য, জাতীয় সড়কগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। উধমপুর থেকে বানিহাল পর্যন্ত প্রায় ১০টি সিসিটিভি পয়েন্ট তৈরি করা হয়েছে। এই পয়েন্টগুলি থেকে ক্রমাগত যাত্রার উপর নজর রাখা হবে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর