ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৫ : ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা এবং বিকানের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র সোমবার পরলোক গমন করলেন। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড এবং তাঁর নির্বাচনী ক্ষেত্র রাজস্থানের বিকানেরে।
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে এবং মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবারটি বিকানেরের মানুষের জন্য শোকের কারণ, কারণ দুই মাসেরও কম সময়ে তাঁরা তাঁদের দ্বিতীয় প্রাক্তন সাংসদকে হারালেন। এর আগে, গত ৪ অক্টোবর প্রাক্তন সাংসদ রামেশ্বর লাল দুদি প্রয়াত হন।
অভিনেতার রাজনৈতিক জীবন
লুধিয়ানার কাছে সাহনেওয়ালে জন্মগ্রহণ করলেও, ধর্মেন্দ্রর জনপ্রিয়তা রাজস্থানের মরু অঞ্চলের ভোটারদের সহজেই জয় করেছিল। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (BJP) প্রার্থী হিসাবে বিকানের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কংগ্রেসের প্রতিষ্ঠিত জাট নেতা রামেশ্বর লাল দুদিকে প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তাঁর সংক্ষিপ্ত রাজনৈতিক ইনিংস শুরু করেন।
তাঁর এই রাজনৈতিক যাত্রা ২০০৯ সালে শেষ হয়, যখন তিনি আর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এর এক বছর পর লুদিয়ানার এক অনুষ্ঠানে তিনি রাজনীতিতে আসা নিয়ে প্রকাশ্যে আক্ষেপও প্রকাশ করেছিলেন।
বিশিষ্টদের শোক ও শ্রদ্ধা
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ধর্মেন্দ্রর মৃত্যুতে “ভারতীয় চলচ্চিত্রের এক যুগের অবসান” বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ এবং স্মরণীয় কর্মজীবনের প্রশংসা করে একে ভারতীয় সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
রাজ্য ও মুখ্যমন্ত্রীর শোক: রাজ্যপাল বাগাড়ে এই প্রয়াণকে চলচ্চিত্র শিল্পের অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী শর্মা পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে আত্মার চিরশান্তি কামনা করেছেন।
বর্তমান সাংসদের শ্রদ্ধা: বিকানেরের বর্তমান সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন লাল মেঘওয়াল প্রয়াত নেতার সরলতা এবং চলচ্চিত্রে তাঁর কার্যকর ভূমিকার জন্য শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও তাঁর শোক জানিয়েছেন।
শেষকৃত্য সম্পন্ন
৮৯ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা দীর্ঘদিন অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে বাড়িতে এনে চিকিৎসা চলছিল।
সোমবার মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর পুত্র সানি দেওল এবং ববি দেওল অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করেন। এই সময় বলিউডের বহু অভিনেতা শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।



















