প্রচারে আমির খান

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : সম্প্রতি বলিউড তারকা আমির খানকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ ‘দ্য বাংলো’-তে তার নতুন ছবি লাপাতা লেডিজ (যা আন্তর্জাতিক প্রচারে লস্ট লেডিস নামে পরিচিত) এর প্রচারে দেখা গিয়েছে। অস্কার ২০২৫-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হওয়ায় ছবিটি নিয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াতে এই প্রচারের আয়োজন। রেস্তোরাঁর মালিক, শেফ বিকাশ খান্না, আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে আমিরকে সুস্বাদু ভারতীয় খাবারের স্বাদ নিতে এবং কর্মীদের সঙ্গে মন খুলে কথা বলতে দেখা যায়।

কার্তিক মাসে রাস পূর্ণিমার মহিমা, দেব সেনাপতি কার্তিক ও শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে উঠবে বাংলা

আমিরের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী

এক ভিডিও ক্লিপে আমির খানকে তরুণ শেফ মাইশার সঙ্গে কথোপকথন করতে দেখা যায়, যেখানে বিকাশ খান্না শেয়ার করেন মাইশার কঠোর পরিশ্রমের গল্প। অন্য একটি ভিডিওতে, বিকাশ খান্না ও মাইশা আমিরকে ফুচকা খাওয়ার অফার করেন। বিকাশ তার ইনস্টাগ্রাম স্টোরিতেও মাইশার সঙ্গে আমিরের ছবি শেয়ার করেছেন। আমিরের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও প্রচারের ইভেন্টে যোগ দিয়েছিলেন, যেখানে কিরণও বিকাশের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন।

৩১টি বিধানসভা আসনে উপ-নির্বাচনঃ বিরোধীদের জন্য বড় পরীক্ষা

লাপাতা লেডিজ সম্পর্কে: আমির খান প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি এই সোশ্যাল ড্রামা লাপাতা লেডিজ, জিও স্টুডিও ও কিন্ডলিং পিকচার্সের সহ-প্রযোজনায় নির্মিত। ছবিটি এর আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডও জিতেছে। ছবির গল্প গড়ে উঠেছে কল্পিত ‘নির্মল প্রদেশ’-এর প্রেক্ষাপটে, যেখানে এক নববধূর রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনি উঠে এসেছে। ছবির প্রধান চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী নীতাংশী গোয়েল, প্রতিভা রত্ন ও স্পর্শ শ্রীবাস্তব। রবি কিষাণ ও ছায়া কদমের মতো অভিজ্ঞ অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর