ইভিএম নিউজ ব্যুরো, ২৮ এপ্রিলঃ বিজেপি ডাকা ১২ঘন্টা উত্তরবঙ্গ বন্ধে দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে মিশ্র প্রভাব।সকাল থেকেই শিলিগুড়ি শহরের মূলরাস্তা গুলিতে বেসরকারি যানবাহন কম দেখা গিয়েছে।তবে সরকারি যানবাহন চলেছে।সকাল থেকে রাস্তাঘাট কার্যত ফাঁকাই ছিল তবে সময় গড়াতেই চিত্র পাল্টে যায়।সকাল থেকে বিজেপির কোন কর্মী বা সমর্থকদের রাস্তায় দেখা যায়নি তাদের বেলা বাড়তেই রাস্তায় দেখা যায়।কোন রকম অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ছিল পুলিশ।শহরের মূল রাস্তার পাশের দোকান গুলো বন্ধ থাকলেও অন্যান্য দিকে দোকান ও বাজার খোলা ছিল।বনধের সমর্থন করতে রাস্তায় নামেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি কর্মীরা।সেই সময় বল পূর্বক তারা যান চলাচল বন্ধ করার চেষ্ঠা করে।একটি সরকারি বাসে ভাঙচুর চালায় তারা।রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করার চেষ্টা করে।তখন পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তারা।ঘটনাস্থল থেকে বিধায়ক আনন্দময় বর্মন,সহ একাধিক বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে,পুলিশের গাড়ি আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেড়িয়েল লাগায় সেই ব্যারিকেড উল্টে দেয় তারা।মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকাতে।পরিস্থিতি মোতায়ন করতে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়।শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,উত্তরবঙ্গের মানুষের প্রতি রাজ্যের সরকার যেভাবে অন্যায় অত্যাচার করছে তারজন্য মানুষ আজকের বনধকে সমর্থন করে সর্বাত্মক করে তুলেছে।শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন বনধে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে।(EVM News)নিখোঁজ সদ্যোজাত শিশু, বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিবাদ বিজেপির যুব মোর্চার
